নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংঘঠন হাতিয়া উপজেলা যুবদল ও পৌরসভা যুবদলের আহবায়ক কমিটি ঘোষনা করায়  বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহববের রহমান শামীম,কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়নকে অভিনন্দন জানিয়ে নব গঠিত কমিটির উদ্যোগে  উপজেলা সদরে আনন্দ মিছিল করেছে।মঙ্গলবার (৪ মার্চ) রাতে কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মো. ইসমাইল হোসেন ইলিয়াসকে উপজেলা যুবদলের আহবায়ক, ফাহিম উদ্দিনকে সদস্য সচিব  এবং মোমিন উল্যাহ রাসেলকে পৌরসভা যুবদলের আহবায়ক ও কাউসার মোস্তফাকে সদস্য সচিব ও আরিফুল ইসলাম হাওলাদার পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে কমিটি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় আংশিক ঘোষিত এই কমিটি আগামী ৩০ দিনের মধ্যে উপজেলা ও পৌর যুবদলের ৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক (পূর্ণাঙ্গ) কমিটি গঠন করবেন।

এই আহবায়ক কমিটি ঘোষণা করার মধ্য দিয়ে হাতিয়ায় বিএনপির রাজনীতিতে ব্যক্তি নির্ভর রাজনীতির প্রভাব মুক্ত হয়েছে বলে নেতা কর্মীরা আনন্দ প্রকাশ করতে দেখা যায়।