বি এন নিউজঃ খালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সোমবার বিকেলে উপজেলা যুবদল ও পৌরসভা যুবদলের আংশিক কমিটি ঘোষনা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়নকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে র‌্যালি করেছে উপজেলা যুবদল ও পৌরসভা যুবদল।

র‌্যালিটি হাতিয়া দ্বীপ সরকারি কলেজ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন নব গঠিত কমিটি উপজেলা যুবদলের আহবায়ক ইসমাইল হোসেন ইলিয়াছ,সদস্য সচিব ফাহিম উদ্দিন,পৌরসভা যুবদলের আহবায়ক মৌমিন উল্ল্যাহ রাসেল, সদস্য সচিব কাউসার মোস্তফা ও বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড়ের নেতা কর্মীরা।

গত ৪ মার্চ কেন্দ্রিয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ইসমাইল হোসেন ইলিয়াছকে উপজেলা যুবদলের আহবায়ক ও ফাহিম উদ্দিনকে সদস্য সচিব এবং মৌমিন উল্ল্যাহ রাসেলকে পৌরসভা যুবদলের আহবায়ক ও কাউসার মোস্তফাকে সদস্য সচিব করে আংশিক কমিটি ঘোষনা করে। এ কমিটি আগামী ৩০ দিনের মধ্যে উপজেলা যুবদল ও পৌরসভা যুবদলের ৩৫ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।