জাতীয় | তারিখঃ ডিসেম্বর ২২, ২০২১ | নিউজ টি পড়া হয়েছেঃ 4376 বার
নিজস্ব প্রতিবেদকঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি পুনর্নির্ধারণ করা হয়েছে। এর ফলে ছুটি কমে এসেছে। নতুন রুটিন অনুযায়ী, ২৪ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে। গতকাল মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম গণমাধ্যমকে জানান, মন্ত্রণালয়ের অনুমোদনে প্রস্তুতকৃত রুটিন সংশ্লিষ্ট সব স্তরে পৌঁছে দেওয়া হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে জানানো হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটির তালিকাসহ ২০২২ সালের বর্ষপঞ্জি বিতরণ করা হয় মাঠপর্যায়ে। এতে যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন) ও শীতকালীন অবকাশসহ ১৯ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে বলে উল্লেখ ছিল। তবে সেই ছুটি কমিয়ে ২৩ ডিসেম্বর পর্যন্ত পাঠদান চালু থাকছে। দেশে করোনা প্রাদুর্ভাবের কারণে দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর থেকে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে পুনরায় শ্রেণি কার্যক্রম চালু হয়।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমি (নেপ) ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে পুনর্বিন্যস্ত ঘাটতি পূরণে শিখন ত্বরান্বিতকরণ পরিকল্পনা ও ব্লেন্ডেড রুটিন (অনলাইন, সরাসরি, রেডিও ও টেলিভিশনের মাধ্যমে) প্রণয়ন করা হয়েছে। নতুন রুটিন কার্যকর করতে সব উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) সুপারিনটেনডেন্ট এবং উপজেলা শিক্ষা অফিসারদের নির্দেশ দেওয়া হয়।
Leave a Reply