অন্যান্য | তারিখঃ ডিসেম্বর ২২, ২০২১ | নিউজ টি পড়া হয়েছেঃ 4446 বার
শরীরের জন্য ডিম অনেক উপকারী। ডিম খাওয়া শেষে ফেলে দেওয়া খোসাও নানা কাজে লাগে। জেনে নিন এ বিষয়ে
মাটিতে মেশানো
ডিমের খোসা ধুয়ে গুঁড়ো করে নিন। সেই চূর্ণ বাগানের মাটির সঙ্গে মিশিয়ে নিন। জৈব সার হিসেবে ডিমের খোসা খুবই ভালো উৎস। টমেটো ও মরিচগাছের জন্য এ উপাদানটি বিশেষভাবে উপকারী।
বাসন মাজতে
সাবান পানির সঙ্গে মিশিয়ে নিন ডিমের খোসার গুঁড়ো। ব্যবহার করুন বাসন মাজার কাজে। এর সাহায্যে কড়াই থেকে তেলের দাগ ও গন্ধ সহজে দূর হয়।
চারাগাছ জন্মাতে
আধভাঙা ডিমের খোসায় সহজে চারাগাছ জন্মায়। বীজ থেকে অঙ্কুরোদগমের জন্য কাজে লাগান ব্যবহৃত ডিমের খোসা।
পোষা পাখিদের জন্য
বাড়িতে পোষা পাখি থাকলে অথবা উড়ে আসা পাখিদের জন্য অনেকেই বাড়িতে খাবার রাখেন। খাবারের জায়গায় ডিমের খোসার গুঁড়ো রেখে দিন। স্ত্রী প্রজাতির পাখিরা এই খাবার খুব ভালোবাসে। বিশেষ করে নিজেরা ডিম পাড়ার পর ক্যালসিয়ামের জন্য অন্য ডিমের খোসা খায়।
পোকামাকড়ের উপদ্রব কমায়
মাটির উর্বরতা বৃদ্ধির পাশাপাশি বাগানে বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব কমায় ডিমের খোসা চূর্ণ। শামুকসহ অন্যান্য পোকা যারা গাছের পাতা খেয়ে ফেলে, তাদের সংখ্যা কমে যায় এর কারণে।
ফুলদানি পরিষ্কার করতে
গভীর ফুলদানি পরিষ্কার করা মাঝে মাঝে বেশ কঠিন হয়ে পড়ে। কারণ সর্বত্র ক্লিনিং স্পঞ্জ পৌঁছায় না। তাই পানি বা ভিনেগারের সঙ্গে ডিমের খোসা গুঁড়ো মিশিয়ে ফুলদানিতে ভরে ভালো করে ঝাঁকিয়ে নিন। পরিষ্কার করা সহজ হবে।
Leave a Reply