
বিএন নিউজঃ দ্বীপ উপজেলা হাতিয়ায় রবিবার রাতে জাতীয় নাগরিক পাটি এনসিপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ মাহমুদুল হাসান রিজভীর ছোট ভাই শাহরিয়ার হাসান রিমন (১৬) কে দুষ্কৃতকারীরা কুপিয়ে গুরুতর জখম করার প্রতিবাদে মশাল মিছিল করেছে । মিছিলটি সরকারি দ্বীপ কলেজের সামনে থেকে শুরু হয়ে শহরের জিরো পয়েন্টে এসে প্রতিবাদ সমাবেশ হয়েছে।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন,জাতীয় নাগরিক পার্টির হাতিয়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ, মোঃ সোহেল, রুমি ও আসিফুর রহমান স্বজন প্রমুখ। রবিবার দুপুরে মাইজদী শহরের বালিংটন মোড়ে এ ঘটনা ঘটে।
বক্তারা বলেন,জুলাই আন্দোলনে শহীদ রিজভী সহ অনেক ভাইকে হারিয়েছি আর কাউকে আমরা হারাতে চাইনা অভিলম্বে দুষ্কৃতকারীকে আইনের আওতায় এনে শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি।
রিমন নোয়াখালী পৌরসভার বালিংটন মোড় এলাকার বাসিন্দা ব্যাংকার মো. জামাল ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
Leave a Reply