বিএন নিউজঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করায় ৩০জেলে সহ দুটি মাছ ধরার ট্রলার আটক করেছে কোস্টগার্ড। এ সময় ট্রলারে থাকা জাটকা সহ ৪০মন সামুদ্রিক মাছ জব্দ করে পরবর্তীতে এতিম দু:স্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

রোববার ভোরে উপজেলার মেঘনা নদীর চেয়ারম্যান ঘাট এলাকা থেকে এসব ট্রলার আটক করা হয়।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেঘনা নদী থেকে ট্রলার দুটি আটক করা হয়। আটক ট্রলার দুটি গভীর সমুদ্র থেকে মাছ শিকার করে তীরে ফিরে আসছিলো। এসব ট্রলারে প্রচুর পরিমানে সামুদ্রিক মাছ পাওয়া গেছে। পরে ট্রলার দুটির ৩০ জেলে সহ তমরদ্দি স্টেশনে নিয়ে যাওয়া হয়। উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আটক ট্রলার দুটিকে ১লাখ ৮০হাজার টাকা জরিমানা ও আটক জেলেদের কাছ থেকে মুছলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়। ট্রলারে থাকা মাছ এতিম খানায় দিয়ে দেওয়া হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান জানান, সামুদ্রিক মৎস্য আইন ২০২০ অনুযায়ী তাদের জরিমানা করা হয়েছে। ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সমুদ্রে সকল ধরনের মাছ ধরা বন্ধ। এসময় কোন অসাধু জেলে যে সমুদ্রে মাছ শিকার করতে না পারে তার জন্য কোস্টগার্ড’সহ একাধিক টিম কাজ করছে।