জেলার খবর | তারিখঃ জানুয়ারি ৯, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 5501 বার
নুরুন্নবী নবীনঃ নোয়াখালীর সোনাইমুড়ীর বজরায় ধান ক্ষেত থেকে জহিরুল ইসলাম নামের পরাজিত ইউপি সদস্য প্রার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে ছনগাও গ্রামের ফারুক মাস্টার বাড়ির পাশের ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। গত ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জহিরুল ইসলাম ৩নং ওয়ার্ডে তালা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে হেরে যান।
নিহতের স্বজনরা জানান, ১২টার দিকে তার মোবাইলে একটি কল আসার পর বাড়ি থেকে বের হওয়ার পর রোববার সকালে তার বাড়ির পাশ্ববর্তী ফারুক মাস্টার বাড়ির পাশের একটি ধান ক্ষেতের পানিতে ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে বলেন জানান, সোনাইমুড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হারুন অর রশীদ।
Leave a Reply