ক্যাম্পাস সংবাদ | তারিখঃ জানুয়ারি ১২, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 7027 বার
বিএনডেক্সঃ ‘হিম হিম শীতের বাতাস, উষ্ণতা ছড়ায় পিঠা পুলির সুবাস’ স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মত অনুষ্ঠিত হয়ে গেল পৌষ উৎসব।
বুধবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনে এ উৎসবের আয়োজন করে বাংলা বিভাগ।
উৎসবটি পৌষ মাসকে ঘিরে হলেও এর কেন্দ্রবিন্দুতে ছিলো গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পিঠা-পুলির সমাহার।
এতে শিক্ষার্থীদের হাতে বানানো ৩৭ রকমের পিঠা স্থান পায়। এসব পিঠার মধ্যে পাটিসাপটা, নকশি পিঠা, বরফি, দুধ পিঠা, প্রেমপত্র পিঠা, ভালবাসার গোলাপ, ডিম সুতি পিঠা, বকুল পিঠা অন্যতম।
এ বিষয়ে বাংলা বিভাগের শিক্ষার্থী মরুফা আক্তার বলেন, শীত এলেই আমাদের দেশে বিভিন্ন আয়োজনের ধুম পড়ে। এবারের শীতকালকে সামনে রেখে এমন একটি উদ্যোগে অংশ নিতে পেরে সত্যি আনন্দিত।
সামনের দিনগুলোতে এ ধরণের আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এটাই প্রত্যাশা।
বিভাগীয় সূত্রে জানা যায়, পৌষ উৎসব অনুষ্ঠানের মুল পর্বের আগে সকাল ১১টার দিকে বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এরপর র্যালি শেষে পৌষ উৎসবের দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মোর্শেদ।
এসময় উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুব মুর্শেদ, অধ্যাপক ড. রশিদুজ্জামান, সহযোগী অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল, ড. ইয়াসমিন আরা সাথী প্রমুখ।
পরে অনুষ্ঠানে পিঠা প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Leave a Reply