জাতীয় | তারিখঃ জানুয়ারি ১৭, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 55743 বার
নুরুন্নবী নবীনঃ নোয়াখালী পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক সহিদ উল্যাহ খান সোহেল পুনরায় বেসরকারিভাবে নির্বাচিত হওয়ায় উল্লাসিত নেতা কর্মী ও ভোটারগন।
সুষ্ঠ ও সুন্দর পরিবেশে প্রচুর ভোটার উপস্থিতিতে ইভিএম পদ্ধতিতে ভোট শেষে রাত ৮টায় ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন জেলা নির্বাচন ও রির্টানিং কর্মকর্তা রবিউল আলম। মোট ৩৪টি কেন্দ্রের প্রাপ্ত ভোটে নৌকার প্রার্থী সহিদ উল্যাহ খান ২৬ হাজার ৪০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দী সহিদুল ইসলাম (স্বতন্ত্র) কম্পিউটার প্রতীক পান ৮ হাজার ৬২৬ ভোট। এছাড়া জেলায় আলোচিত আওয়ামী বিদ্রোহী সতন্ত্র মোবাইল প্রতীকের প্রার্থী লুৎফুর হায়দার লেলিন পেয়েছেন ২২৪৪ ভোট।
অন্যদিকে বিজয়ী মেয়র এই বিজয়কে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকার বিজয় প্রকাশ করে পৌর এলাকায় আগামীতেও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে জানান মেয়র সহিদুল্যাহ খান সোহেল।
Leave a Reply