জেলার খবর | তারিখঃ জানুয়ারি ১৯, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 64060 বার
মোঃএনায়েত হোসেনঃ
নোয়াখালীর দ্বীপ হাতিয়া উপজেলাধীন, বয়ারচর চেয়ারম্যান ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৮শত কেজি জাটকা ইলিশসহ মোট ৮০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে হাতিয়ার বয়ারচর চেয়ারম্যান ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৮শত কেজি জাটকা ইলিশসহ মোট ৮০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনা করেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শাহজাহান।
জব্দকৃত মাছ গুলো জেলা মৎস্য অফিসার মোঃ ইকবাল হোসেন,উপজেলা মৎস্য অফিসার অনিল চন্দ্র দাস,কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ইফতেকারুল আলম এর উপস্থিতিতে এতিমখানায় এবং দুস্থ পরিবারের লোকজনের মাঝে বিতরণ করা হয়েছে।এছাড়া জব্দকৃত ৮০ হাজার মিটার কারেন্ট জাল স্থানীয় লোকজনের উপস্থিতিতে পুড়ে ফেলা হয়।
Leave a Reply