গ্রেফতারকৃত আব্দুর রশিদ (৩৫) উপজেলার ২নং গোপালপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহবুল্ল্যাহপুর গ্রামের মিজি বাড়ির আব্দুল হক হাওলাদারের ছেলে।
শুক্রবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১১, সিপিসি-৩,নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ উপজেলার মহবুল্ল্যাহপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আসামি আব্দুর রশিদের বিরুদ্ধে ২০০৯ সালে ৩০২/৩৪ ধারায় পেনাল কোড ১৮৬০, হত্যা মামলা রুজু হয়। যা জিআর ১০২৪/০৯, দায়রা ১১৮/১১ চলমান রয়েছে। আসামি আব্দুর রশিদ গ্রেফতার এড়ানোর ভয়ে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। গ্রেফতারের পর তাকে বেগমগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, গ্রেফতারকৃত আসামিকে শুক্রবার দুপুরে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply