বিএননিউজঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কোস্টগার্ড অভিযান চালিয়ে আবুল খায়ের নামে এক ইয়াবা ও গাঁজা ব্যবসায়ীকে ১০৫পিচ ইয়াবা ৩শ গ্রাম গাঁজা সহ আটক করে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশান কমান্ডার হাতিয়া লেঃ ইফতেখারুল আলম, (এক্স), বিএন (পি নং ৩১৫৪) এর নেতৃত্বে রবিবার রাত ১.৩০ ঘটিকায় বিসিজি স্টেশান হাতিয়া কর্তৃক অভিযান চালিয়ে উপজেলার জাহাজমারা ইউনিয়নের চরকাদীরা গ্রামের ইটের রাস্তা হতে ৬নং ওয়ার্ড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১০৪ পিস গোলাপী,ও ১পিচ পিস সবুজ মোট ১০৫ পিস ইয়াবা ও গাজা ৩২০ গ্রাম গাজা সহ মাদক ব্যবসায়ী আবুল খায়ের (৪০) কে ইয়াবা ও গাজা বিক্রিরত অবস্থায় তাকে আটক করে। উক্ত মাদক ব্যবসায়ী উপজেলার জাহাজমারা ইউনিয়নের চরকাদীরা এলাকার বাসিন্দা মৃত আনছারুল হক এর ছেলে।পরবর্তীতে কোস্টগার্ড বাদী হয়ে হাতিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
Leave a Reply