বিএন প্রতিনিধিঃ নোয়াখালীর দ্বীপ উপজেলার বিচ্ছিন্ন নিঝুমদ্বীপের নৌ –পুলিশ ফাড়ীর এস আই মোঃ নাছির উদ্দিন,সঙ্গীয় ফোর্স নিয়ে রোববার ২৪(এপ্রিল) দুপুরে জাহাজ মারা আমতলি গ্রামের পশ্চিমে মেঘনা নদীতে জাটকা সংরক্ষন অভিযান ও আইনশৃঙ্খলা ডিউটি করা কালে পাতানো অবস্থায় ১হাজার মিটার প্রায় ১লক্ষ টাকা মুল্যের ১০টি অবৈধ বেহুন্দি জাল সহ ৬ জেলেকে আটক করে।
পরে উপজেলাা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম হোসেনের নির্দেশে আটককৃত জাল গুলি পুড়িয়ে ফেলা হয়। আটককৃত জেলেদেরকে মুচলেখা নিয়ে ছেড়ে দেয়া হয়।
Leave a Reply