হাতিয়া প্রতিনিধি ঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নবগঠিত ১নং হরনি ও ২নং চানন্দী এ দুটি ইউনিয়নে ( ১৭ জুলাই-২০২২ইং) রবিবার বেলা ১২ ঘটিকার সময় হাতিয়া উপজেলা পরিষদ হল রুমে নবনির্বাচিত সংরক্ষিত ও সাধারন সদস্যদের শপত গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে,৩০ বছর পর ১৫ জুন ২০২২ ইং এ দুটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পাশর্^বতী রামগতি উপজেলার সাথে সীমানা বিরোধ থাকায় নির্বাচন করতে বিলম্ব হয়েছে। ১নং হরনি এবং ২নং চানন্দী এ দুটি ইউনিয়নের নবনির্বাচিত সংরক্ষিত ও সাধারন সদস্য পুরষ ১৮জন এবং সংরক্ষিত মহিলা ৬জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) বায়েজিদ বিন আখন্দ,উপজেলা ভাইস চেয়ারম্যান কেপায়েত উল্ল্যাহ, হাতিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আমির হোসেন,পৌরমেয়র কেএম ওবায়দুল্ল্যাহ বিপ্লব প্রমুখ। নির্বাচিত ১নং হরনি ইউনিয়নের চেয়ারম্যন আকতার হোসেন ও ২নং চনন্দী ইউনিয়নের চেয়ারম্যান আজহার উদ্দিনকে ১৪ জুলাই নোয়াখালী জেলা প্রসাশক কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান জেলাপ্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আব্দুল হক
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ ফিরোজ উদ্দিন
নির্বাহী সম্পাদক: জি. এম. কনক
সম্পাদক কর্তৃক আইনান প্রিন্টিং এন্ড প্যাকেজিং, ২৬৩ ফকিরেরপুল, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও নোয়াখালী থেকে প্রকাশিত।
Leave a Reply