বিএননিউজ।। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় রবিবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ/২২ উদযাপন উপলক্ষে এক বর্নাঢ্য র্যালী বের করা হয়। “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাস। এছাড়া বক্তব্য রাখেন হাতিয়া থানা ওসি (তদন্ত) কাঞ্চন কান্তি দাস, কোস্টগার্ড স্টেশন কমান্ডার ওবায়দুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নাজিম উদ্দিন, নৌ পুলিশ প্রতিনিধি মোঃ ইউসুফ, মৎস্যজীবী সমিতির নেতা বাহার উদ্দিন ও রতন উদ্দিন প্রমুখ। আলোচনা শেষে সফল ২জন মৎস্যচাষীকে পুরুস্কৃত করা হয়। এছাড়া উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আব্দুল হক
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ ফিরোজ উদ্দিন
নির্বাহী সম্পাদক: জি. এম. কনক
সম্পাদক কর্তৃক আইনান প্রিন্টিং এন্ড প্যাকেজিং, ২৬৩ ফকিরেরপুল, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও নোয়াখালী থেকে প্রকাশিত।
Leave a Reply