খেলাধুলা | তারিখঃ ডিসেম্বর ৭, ২০২১ | নিউজ টি পড়া হয়েছেঃ 12749 বার
ঢাকা টেস্টের চতুর্থ দিনের ম্যাচ শুরু হবে ১০ টা ৫০ মিনিটে। ৯৮ ওভারের খেলা হওয়ার কথা থাকলেও হবে ৮৬ ওভারে। ম্যাচ শুরু হওয়ার কথা ছিল সাড়ে ৯টায়,কিন্তু ভেজা আউটফিল্ডের কারণে তা সম্ভব হয়নি। পরে ১০টা ১০ মিনিটে মাঠ পরিদর্শন করে খেলা শুরুর সময় ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা।
এদিকে ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে গতকাল সারা দিন বৃষ্টি হওয়ার দুই দলকে হোটেল অবস্থান করার জন্য নিদের্শ দেওয়া হয়েছিলে। এর আগে টেস্টের প্রথম দিনে ৩৩ ওভার কম খেলা হয়েছিল, দ্বিতীয় দিন বৃষ্টির কারণে তিন ঘন্টা দেরিতে শুরু হলেও আধা ঘন্টার বেশি মাঠে থাকতে পারেন নি। দ্বিতীয় দিন মাত্র ৬.২ ওভার খেলা হয়েছে। মেঘলা আবহাওয়ার কারণে দ্বিতীয় দিনে বাংলাদেশ কোনো উইকেট পায়নি। দ্বিতীয় দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ১৮৮/২ রান। এদিকে দ্বিতীয় দিনে হাফসেঞ্চুরি ভাগিয়ে নিয়েছেন আজহার আলী। প্রথম দিনের পর স্কোরবোর্ডে আরও ২৭ রান করে পাকিস্তান। দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের স্কোর ২ উইকেট হারিয়ে ১৮৮। বাবর ৭১ ও আজহার ৫২ রানে অপরাজিত আছেন।
Leave a Reply