নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার দল ঘোষণায় ভিন্নতা এনেছে ক্রিকেট বোর্ড।  ভিডিওর মাধ্যমে দল ঘোষণা করেন বিশ্বের নানাপ্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশি প্রবাসীরা। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে দলে আছেন দিশার খাতুন, জাহানারা আলমরা।

সূচী অনুযায়ী আগামী ৩রা অক্টোবর থেকে বাংলাদেশেই হওয়ার কথা ছিল এবারের আসর। কিন্তু গত ৫ই আগস্ট সরকার পতনের পর দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। এতে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরিয়ে নেয় আইসিসি। আয়োজক হিসেবে বাংলাদেশের নাম থাকলেও সেটি হবে সংযুক্ত আরব আমিরাতে।

নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল

নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, সোবহানা মোস্তারী, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাথী রানি ও দিশা বিশ্বাস।