সারাবিশ্ব | তারিখঃ জানুয়ারি ১২, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 5855 বার
আন্তর্জাতিক ডেস্কঃ এক সপ্তাহের কম সময়ের মধ্যে আবারও মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এর আগে ৫ জানুয়ারি হাইপারসনিক মিসাইল পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। গতকাল মঙ্গলবার সকাল ৭টা ২৭ মিনিটে ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক মিসাইলটি নিক্ষেপ করে পিয়ংইয়ং।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে, ‘উত্তর কোরিয়া একটি সন্দেহজনক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। এটি আমাদের সামরিক বাহিনী নিশ্চিত করেছে।’ জাপানের কোস্টগার্ডও এক বিবৃতিতে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষার ব্যাপারে নিশ্চিত করেছে। বিবিসি।
দক্ষিণ কোরিয়া ও জাপান উভয় দেশই উত্তর কোরিয়ার এ উসকানিমূলক কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে।
Leave a Reply