বিএন নিউজ।। নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের বিরবিরি বাজারে শুক্রবার সকালে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে স্ত্রী কে হত্যার অভিযোগে ঘাতক স্বামীর বিচারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানব বন্ধনে ঘাতক স্বামীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ছাত্তার,সাবেক মেম্বার বেলায়েত হোসেন, সমাজ কর্মী সাহেদ কামাল সোয়েব ও নিহত বিজলির মা ফাহিমা বেগম।
উল্লেখ্য গত ১৬ জুলাই শনিবার দুপুরে জাহাজমারা ইউনিয়নেরনের পূর্ব বিরবিরি গ্রামের সোহরাব উদ্দিনের পুত্র মোঃ মামুনের স্ত্রী বিজলী আক্তার( ১৯)কে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মর্মে খবর পেয়ে স্বামীর ঘরের ভিতর থেকে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পরে একই এলাকার বাসিন্দা বিজলীর বাবা আবুল কাশেম বাদী হয়ে হাতিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। মামলা নং ৫ তাং ১৬/৭/২০২২ । কিন্তু পুলিশ সন্দেহজনক ঘাতক স্বামী মোঃ মামুন ( ৩০) কে গ্রেফতার না করায় এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করেছেন বলে জানান নিহত বিজলীর বাবা আবুল কাশেম। এ ব্যাপারে হাতিয়া থানার ওসি (তদন্ত) কাঞ্চন কান্তি দাস জানান, ওই দিন বাদী নির্দিষ্টভাবে কাউকে আসামি করতে না পারায় আমরা অপমৃত্যু মামলা নিয়েছি। পোস্টমর্টেম রিপোর্ট আসলে বিস্তারিত জেনে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আব্দুল হক
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ ফিরোজ উদ্দিন
নির্বাহী সম্পাদক: জি. এম. কনক
সম্পাদক কর্তৃক আইনান প্রিন্টিং এন্ড প্যাকেজিং, ২৬৩ ফকিরেরপুল, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও নোয়াখালী থেকে প্রকাশিত।
Leave a Reply