নিজস্ব প্রতিবেদকঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মঙ্গলবার দুপুর ২ টায়  উপজেলা স্বাস্থ্য কমপ্লেকস হলরুমে হোপ ফাউন্ডেশন ফর উইমেন্স ও চিল্ডেন অফ বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় প্রসব জনিত ফিস্টুলা প্রতিরোধ ও প্রসবজনিত ফিস্টুলা রোগীর বিনামুল্যে অপারেশনের পর পুর্নবাসনের আওতায় হাতিয়ায় এক ফিস্টুলা রোগীকে সেলাই মেশিন প্রধান করা হয়েছে।
জানাগেছে,হাতিয়ার বুড়িরচর ১নংওয়ার্ডের সারাজ উদ্দিনের মেয়ে সুরাইয়া বেগম(২১) হাতিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেকসে প্রায় ৬মাস আগে ১টি মৃত বাচ্চা সন্তান প্রসব করার পর তখন তাকে ফিস্টুলা রোগে আক্রান্ত করে পরে হাতিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন, মামনি প্রকল্পের সহ কক্সবাজার হোপ ফাউন্ডেশন ফর উইমেন্স চিল্ডেন অফ বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় প্রসব জনিত ফিস্টুলা প্রতিরোধ ও প্রসবজনিত ফিস্টুলা রোগীর বিনামুল্যে অপারেশনের পর পুনবার্সনের জন্য একটি সেলাই মেশিন প্রদান করে হোপ ফাউন্ডেশন ফর উইমেন্স ও চিল্ডেন অফ বাংলাদেশ।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার,বিশেষ অতিথি ছিলেন হাতিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন, ফিল্ড অফিসার, ইউ এন এফ পি এ ডাঃ সাদিয়া শামরিন হৃদী, ডিস্ট্রিক্ট এস আর এইচ আর অফিসার, নোয়াখালী সিভিল সার্জন অফিস ডাঃ তামান্না মাহফুজা তারিন, কক্সবাজার হোপ ফাউন্ডেশন প্রজেক্ট ম্যানেজার মোঃ রুহুল আমিন প্রমুখ।