বি এন রিপোটঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা,পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বুধবার (২৬ মার্চ) বিকেলে উপজেলা শহরের স্থানীয় চরকৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা করেছে দলটি।

হাতিয়া পৌরসভা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবালের সঞ্চালনায় হাতিয়া পৌরসভা বিএনপির(ভারপ্রাপ্ত)সভাপতি মোকাররম বিল্যাহ শাহাদাতের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সভাপতি এ.কে.এম ফজলুল হক খোকন এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক কারীমুল হাই নাঈম,এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক লিসানুল আলম লেলিন,সাবেক সহ-সভাপতি মাছউদুর রহমান বাবর, হাতিয়া উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান,উপজেলা যুবদলের আহবায়ক মোঃইছমাইল হোসেন ইলিয়াছ,সদস্য সচিব মোঃ ফাহিম উদ্দিন, পৌরসভা যুবদলের আহ্বায়ক মমিন উল্লাহ রাসেল,সদস্য সচিব মোহাম্মদ কাউসার মোস্তফা,পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আকরাম হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার,প্রমুখ।

সভায় বক্তারা বলেন,বিগত ১৫ বছরে ফ্যাসিবাদ আওয়ামীলীগের তান্ডবে আমরা কোন দলীয় র্কাযক্রম করতে গেলে বাধার সম্মুখীন হতে হয়েছে। আজকে আর সেই দিন নেই । আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা বেগম জিয়া ও তারেক রহমানের নির্দেশনায় হাতিয়াকে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করে রাখবো। হাতিয়া উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান বলেন, সোমবার সন্ধ্যায় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের উপর যারা হামলা করেছে তারা ফ্যাসিবাদের দোসর। সেখানে বিএনপির কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। এ সময় উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।