
বিএন প্রতিবেদকঃ নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথ সভায় হামলা চালিয়েছে বিএনপির কর্মীরা। এ সময় দুই দলের নেতাকর্মীরা মুখোমুখি হবার চেষ্টা করলে আব্দুল হান্নান মাসউদ সংক্ষিপ্ত ভাবে বক্তব্য প্রদান করেন, তিনি তার নেতাকর্মীদের কারো উস্কানিতে পা না দেওয়ার জন্য বলেন, এ ছাড়াও তিনি বলেন, হাতিয়ার মাটি থেকে আব্দুল হান্নান মাসউদ স্বৈরাচার মোহাম্মদ আলীকে তাড়িয়েছে, কেউ স্বৈরাচারের মতো আচরণ করলে কাউকে ছাড় নয়। বিএনপির কর্মীদের হামলায় হান্নান মাসউদের গাড়ি ভাংচুর ও এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ সহ প্রায় ৫০ নেতা-কর্মী আহত হয়েছেন।
হামলার প্রতিবাদে ঘটনাস্থলে অবস্থান কর্মসূচী পালন করছে হান্নান মাসউদ ও তার সমর্থকরা। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ডে সহ যৌথ বাহিনীর একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
সোমবার (২৪ মার্চ) ইফতারের পর উপজেলার জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে হান্নান মাসউদের নেতৃত্বে বিক্ষোভ করছে তার নেতাকর্মীরা।
জানা যায়, জাহাজমারা ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে গন সংযোগ শেষ করে ইফতারের পরে পথসভা করছিলেন হান্নান মাসউদ। এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক এসে পথসভায় হামলা চালায়। প্রতিবাদে সেখানে অবস্থান কর্মসূচি পালন করছেন হান্নান মাসউদ। পরে (রাত ৩ টায়) যৌথবাহিনীর অনুরোধে তার অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন। ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply