উত্তম সাহাঃ নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় অভিযান চালিয়ে পুলিশ ১২০ পিস ইয়াবা সহ শাহিন নামীয় এক মাদক কারবারিকে আটক করেছে। বুধবার (১৮ জানুয়ারী ) দুপুর ১ টায় হাতিয়ার আফাজিয়া বাজার থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, আটককৃত মাদক কারবারি শাহিন (২৩) চরইশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামের আব্দুল কাইয়ুম ছেলে। হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় আফাজিয়া বাজার থেকে শাহিন কে আটক করে। এ সময় তার নিকট থেকে পুলিশ সদস্যরা ১২০ পিস ইয়াবা জব্দ করেন । তার বিরুদ্ধে হাতিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আব্দুল হক
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ ফিরোজ উদ্দিন
নির্বাহী সম্পাদক: জি. এম. কনক
সম্পাদক কর্তৃক আইনান প্রিন্টিং এন্ড প্যাকেজিং, ২৬৩ ফকিরেরপুল, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও নোয়াখালী থেকে প্রকাশিত।
Leave a Reply