বি এন ডেক্সঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বিচ্ছিন্ন দুর্গম চর চরঘাসিয়ায় মডেল হাসনাত আশ্রায়ন প্রকল্প ৫ ইউনিটের ১৯২টি ব্যারাক হাউজ হস্তান্তর করা হয়েছে। গৃহহীন মানুষের আশ্রয়নের জন্য বাংলাদেশ নৌ বাহিনী খুলনা নৌ অঞ্চলের তত্বাবধানে এ ব্যারাক হাউজ গুলো নির্মিত হয়েছে।
নির্মিত ঘর গুলোর (২৪মে বুধবার) দুপুরে খুলনা নৌ অঞ্চলের কমান্ডার বিএন পি নং ১১৮৪৫ এসএম জাহিদ হোসেন চর ঘাসিয়ায় মডেল হাসনাত আশ্রায়ন প্রকল্পের ৫ ইউনিটের ১৯২টি ব্যারাক হাউজের চাবি ও কাগজ পত্র হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাইসার খসরুর কাছে হস্তান্তর করেছেন।
জানা গেছে, প্রায় ১০হাজার একর জায়গা নিয়ে চরঘাসিয়া ২০২০ সালের আগষ্ট মাসে থেকে আশ্রয়নের প্রকল্পের কাজ শুরু হয়েছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বর্তমান সরকার আশ্রায়ন প্রকল্পের মাধ্যমে গৃহহীন মুক্ত বাংলাদেশ গড়বেন। তারই ধারাবাহিকতায় হাতিয়া উপজেলার বিচ্ছিন্ন দুর্গম চর চরঘাসিয়া মডেল হাসনাত আশ্রায়ন প্রকল্পে ৫ ইউনিটে ১৯২ টি ব্যারাক হাউজ নির্মান করা হয়েছে। এতে ৯৬০টি ইউনিট,৩৮৪টি টয়লেট, ১৯২টি গোসল খানা, ৪৮টি নলকুপ বসানো হয়েছে। প্রতিটি ইউনিটে ৫ জন সদস্যের প্রায় ৪ হাজার ৮শ লোক বসবাস করতে পারবে। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে নির্মিত ঘর গুলো আশ্রয়হীন ও গৃহহীন মানুষের মাঝে হস্তান্তর করবেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আব্দুল হক
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ ফিরোজ উদ্দিন
নির্বাহী সম্পাদক: জি. এম. কনক
সম্পাদক কর্তৃক আইনান প্রিন্টিং এন্ড প্যাকেজিং, ২৬৩ ফকিরেরপুল, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও নোয়াখালী থেকে প্রকাশিত।
Leave a Reply