হানিফ সাকিবঃ দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক যায়যায়দিন এর ১৮ বর্ষে পদার্পন উপলক্ষে হাতিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা, আলোচনা সভা, দোয়ার আয়োজন করা হয়।
মঙ্গলবার  (৬ জুন ) সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে  আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাতিয়া প্রেস ক্লাবের সভাপতি কৃষ্ণ চন্দ্র মজুমদার।
হাতিয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ফিরোজ উদ্দিনের এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কায়সার খসরু।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন হাতিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কেফায়েত উল্লাহ,  মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম লাভলী, সহকারী কমিশনার( ভূমি) গোলাম সরওয়ার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সৌমেন সাহা, নোয়াখালী জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন মুহিন।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন সমবায় কর্মকর্তা আলমগীর হোসেন,উপজেলা শিক্ষাকর্তা মোহাম্মদ কামরুল হাসান,  উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বখতিয়ার খিলজি  মুজিব, উপজেলা আওয়ামী লীগের সদস্য মহিউদ্দিন মিষ্টু, হাতিয়া থানার এস আই ওমর ফারুক, দৈনিক সমকালের হাতিয়া প্রতিনিধি মোঃ সাখাওয়াত হোসেন, দৈনিক মানব কন্ঠের হাতিয়া প্রতিনিধি জিএম ইব্রাহিম, দৈনিক দেশবাংলার হাতিয়া প্রতিনিধি উত্তম সাহা, হাতিয়া দ্বীপ সরকারি কলেজের ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন লিকসন প্রমুখ।
আলোচনা সভায় বক্তরা দৈনিক যায়যায়দিন এর  প্রশংসা করে বলেন, দৈনিক যায়যায়দিন এর প্রতিষ্ঠা বার্ষিকী স্বার্থক হয়েছে। পাঠক নন্দিত দৈনিক যায়যায়দিন পত্রিকা জন্মলগ্ন থেকে দলমতের উর্ধ্বে সত্য ও ন্যায়ের পক্ষে গণমানুষের কন্ঠস্বর হিসেবে সংবাদ পরিবেশন করে চলেছে। তরুণ, মেধাবী ও পরিশ্রমি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে দৈনিক যায়যায়দিন এগিয়ে যাবে এমন আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সকলেই পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
শুরুতেই দৈনিক যায়যায়দিনের হাতিয়া প্রতিনিধি তাজুল ইসলাম তছলিম স্বাগত বক্তব্য রাখেন। পরে অতিথিদের নিয়ে উৎসবমুখর পরিবেশে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার কায়সার খশরু সহ অনুষ্ঠানের অতিথিরা।