হাতিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে জয়িতা অন্বেষনে বাংলাদেশ কার্যক্রমের আওতায় বৃহঃবার সকালে উপজেলা পরিষদ হল রুমে মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু মন্ত্রনালয়ের উদ্যোগে হাতিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার শ্রেষ্ঠ ৪ জন জয়িতাকে সংবর্ধণা দেয়া হয়েছে।
সংবর্ধিতরা হচ্ছেন- শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী প্রধান শিক্ষক শিমুল রানী দাস, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জণকারী জান্নাত বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী-সুইটি রাণী দাস, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী-মনোয়ারা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম হোসেন,উপজেলা সহাকারী কমিশনার(ভুমি)মোঃ শাহাজাহান,উপজেলা মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাস ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চন্দন চক্রবর্তী।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আব্দুল হক
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ ফিরোজ উদ্দিন
নির্বাহী সম্পাদক: জি. এম. কনক
সম্পাদক কর্তৃক আইনান প্রিন্টিং এন্ড প্যাকেজিং, ২৬৩ ফকিরেরপুল, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও নোয়াখালী থেকে প্রকাশিত।
Leave a Reply