বিএন ডেক্সঃ “সেবা ও উন্নতির দক্ষ রুপকার উন্নয়ন-উদ্ভাবনে স্থানীয় সরকার” প্রতিপাদ্য বিষয় নিয়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় (১৭ সেপ্টম্বর) রবিবার সকালে হাতিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উপলক্ষে ৩দিন ব্যাপি মেলার উদ্ভোধন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা কামাল উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী এমরান হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন,সদ্য বিদায়ী থানা অফিসার ইনচার্জ আমির হোসেন ও নবাগত থানা অফিসার ইনচার্জ জিশান আহমেদ প্রমুখ।
উপজেলা নিবার্হী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী তার বক্তৃায় বলেন,বর্তমান সরকার উন্নয়নের ধারা অব্যহৃত রাখতে স্থানীয় সরকারের কার্যক্রমকে গতিশীল রাখার জন্য চেষ্টা করে যাচ্ছেন। তাই এ বছর থেকে সরকার জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের সিদ্ধান্ত নেন।