বিএন নিউজঃ মা ইলিশ ধরবো না ‘জাতীয় সম্পদ নষ্ট করবো না’ এই শ্লোগানকে সামনে রেখে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩ উপলক্ষে জনসচেতনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ অক্টেবর) সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরেুমে নলচিরা নৌ পুলিশের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ে মৎস্যজীবিদের নিয়ে জনসচেতনতা মুলক সভা করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চটগ্রাম অঞ্চলের নৌ পুলিশ সুপার আ.ফ.ম নিজাম উদ্দিন।
সভায় বক্তারা সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণ অভিযানে আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর এই ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, কেনা-বেচা ও বিনিময় করা সম্পূর্ণ নিষিদ্ধ ও দন্ডনীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা মুলক আলোচনা করেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কেফায়েত উল্ল্যাহ, জেলা পরিষদের সদস্য মহি উদ্দিন মুহিন, হাতিয়া থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি জিসান আহমেদ, উপজেলা মেরিন ফিসারিজ কর্মকর্তা আসারুল ইসলাম, নলচিরা নৌ- পুলিশ ইনচার্জ জাহানুর আলী, হাতিয়া কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার এম শফিউল্যাহ, সকল ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা জাতীয় মৎস্যজীবি সমিতির সভাপতি নুরুল করিম রতন সহ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই অমিত কুমার সাহা।