বিএন নিউজঃ হাতিয়ার আশপাশের নদী গুলোতে প্রতিনিয়তই মা ইলিশ সংরক্ষণ অভিযান অমান্য করে মাছ শিকার করছেন জেলেরা। নিয়মিত টহলকালে সোমবার ভোর ৪টায় স্থানীয় ফাইতান ঘাট ও কাজী বাজার মৎস্য ঘাটের অদূরবতী নদীতে মাছ ধরার সময় ১৪ জেলেকে ২টি রকেট নৌকা আটক করে নলচিরা নৌ-পুলিশ।
নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ অমিত সাহা জানান, আটককৃত ১৪ জন জেলেকে হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে। মাছ ধরার কাজে ব্যবহৃত দুইটি রকেট নৌকা ও ২০০০ মিটার জাল জব্দ করে নৌপুলিশ হেফাজতে রাখা হয়েছে। আটক ১৪ জেলেকে হাতিয়া থানায় ১৯৫০ সালের মৎস্য সংরক্ষণ আইন সংশোধনী ২০১৩ এর ৫(১) ধারায় দুইটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।
আটককৃত জেলেদের বাড়ী বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় বলে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আব্দুল হক
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ ফিরোজ উদ্দিন
নির্বাহী সম্পাদক: জি. এম. কনক
সম্পাদক কর্তৃক আইনান প্রিন্টিং এন্ড প্যাকেজিং, ২৬৩ ফকিরেরপুল, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও নোয়াখালী থেকে প্রকাশিত।
Leave a Reply