আবু জাফরঃ নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় সোমবার (৩০ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা  পরিষদ  সম্মেলন কক্ষে “ইঁদুরের দিন হবে শেষ গড়বো সোনার বাংলাদেশ”- প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জসিম উদ্দিন’র সঞ্চালনায় উপজেলা নির্বাহি কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী’র  সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্যাহ,বিশেষ অতিথি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল বাছেদ সবুজ, সাংবাদিক ইফতেখার হোসন তুহিন,উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলতাফ হোসেন, কৃষক মো: সাহাব উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা  বলেন, ইঁদুর নিধনের জন্য আরো উন্নত প্রযুক্তি উদ্ভাবনের জন্য কৃষ দপ্তরের প্রতি আহবান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী সহ কৃষক/কৃষাণীরা অংশগ্রহণ করেন।