হানিফ সাকিবঃ হাতিয়ায় রবি/২০২৩-২০২৪ মৌসুমে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মুগ, মসুর ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (০২ নভেম্বর ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বীজ ও সার বিতরণ করা হয়।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্যাহ, হাতিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো: আব্দুল বাছেদ সবুজ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড়া: মো:জামরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো: সাইফুল ইসলাম,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জসিম উদ্দিন, উপ -সহকারী কৃষি কর্মকর্তা মো: হাসান মাহমুদ,উপ- সহকারী কৃষি কর্মকর্তা মো: আলতাফ হেসেন,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: নুর উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ দাউদ উপ-সহকারী , প্রমুখ।

স্বাগত বক্তব্যে কৃষি কর্মকর্তা মো: আব্দুল বাছেদ সবুজ কৃষকের নানা দিকনির্দেশনামূলক কথা বলেন। তিনি জানান, এ কর্মসূচির আওতায় ৮ হাজার ৩০০ জন কৃষককে বিনামূল্যে রাসায়নিক সার, গম, ভুট্টা, সরিষা, মুগ ডাল, শীতকালীন বীজ ও চীনা বাদাম বীজ দেওয়া হবে। অনুষ্ঠানে উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এবং বিভিন্ন ইউনিয়নের উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।