উত্তম সাহাঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে মাসিক আইনশৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশীষ চাকমার সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আলী,বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশিক আলী অমি,সহকারি কমিশনার (ভূমি) মিল্টন চাকমা,হাতিয়া দ্বীপ সরকারি কলেজের (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) গৌরাঙ্গলাল সরকার,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) জয়নাল আবদীন, জেলাপরিষদ সদস্য মহিউদ্দিন মুহিন,উপজেলা ভাইস চেয়ারম্যান কেপায়েত উল্ল্যাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাংবাদিক ও জনপ্রতিনিধিরা।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন,ছাত্র আন্দোলনকে পুঁজি করে জামায়াত শিবির যে তান্ডব লীলা চালিয়েছে আমার এলাকায় ১০ বছর আগে জামায়াত শিবির নিষিদ্ধ করেছি। তারপর যদিও তারা কোনে কর্মকান্ড করে আওয়মীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ তা প্রতিহত করবে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আব্দুল হক
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ ফিরোজ উদ্দিন
নির্বাহী সম্পাদক: জি. এম. কনক
সম্পাদক কর্তৃক আইনান প্রিন্টিং এন্ড প্যাকেজিং, ২৬৩ ফকিরেরপুল, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও নোয়াখালী থেকে প্রকাশিত।
Leave a Reply