নিজস্ব প্রতিবেদকঃ নোয়াখালীর হাতিয়া উপজেলায় বৃক্ষরোপণ ও আলোচনা সভা উদযাপন করেছে সামাজিক সংগঠন আলোর মশাল। রোববার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার সোনাদিয়া এ.বারী দাখিল মাদ্রাসায় সংগঠনের সদস্যরা এই আয়োজন করেন।

বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন অনুষ্ঠানের প্রধান আলোচক জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা এস.এম সাইফুর রহমান। তিনি বলেন, গাছ আমাদের জীবনের সাথে ওতোপ্রোতো ভাবেই জড়িয়ে আছে, গাছ ছাড়া জীবন কল্পনা করা যায় না। বৃক্ষরোপণে সবাইকে উৎসাহিত করতে হবে।
আলোর মশালের এই উদ্যোগ দেখে আমি সত্যি আনন্দিত।

আলোর মশালের সভাপতি সোহেল রানা বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণের ওপর আমাদের গুরুত্ব দিতে হবে। নতুন প্রজন্মকে পরিবেশ সম্পর্কে সচেতন করে তুলতে হবে।

অনুষ্ঠানে আরও আলোচনায় অংশ নেন সোনাদিয়া এ, বারী দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ মজিবুর রহমান, শিক্ষক রফিক উদ্দিন, বোরহানুল ইসলাম, আলোর মশালের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক আতিকুর রহমান।

আলোচনা সভা শেষে মাদ্রাসা প্রাঙ্গণে গাছ রোপণ করা হয়েছে এবং অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।