মোঃএনায়েত হোসেনঃ নোয়াখালীর দ্বীপ হাতিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ আলী আশরাফ (৪২) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (১৭ ডিসেম্বর) রাত ৭টা ৫ মিনিটে বিসিজি স্টেশন কমান্ডার হাতিয়া লেফটেন্যান্ট এম ইফতেখারুল আলম ( এক্স) বিএন এর নেতৃত্বে নোয়াখালীর দ্বীপ হাতিয়া উপজেলাধীন পৌরসভার ৫নং ওয়ার্ড় পশ্চিম লক্ষিদিয়া ল্যাঙ্গার বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ আলী আশরাফ (৪২) কে ৩৮ পিস ইয়াবা, ১টি মোটরসাইকেল, ১টি মোবাইল ফোন সহ আটক করেছে কোস্ট গার্ড।
আটককৃত মাদক ব্যবসায়ী হাতিয়া উপজেলার পৌরসভার ৫নং ওয়ার্ড় পশ্চিম লক্ষিদিয়া ল্যাঙ্গার বাজার সংলগ্ন মৃত হাজী আছিয়ল হক এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,মোঃআলী আশরাফ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে।আটককৃত ইয়াবা ব্যবসায়ীকে ইয়াবা ও মোটরসাইকেল সহ হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply