বিএননিউজঃ  দ্বীপ উপজেলা হাতিয়ায় নৌ বাহিনীর অভিযানে  বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র উদ্ধার। জানাগেছে, বুধবার (১৮ সেপ্টেম্বর ২০২৪) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ বোয়ালিয়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে নৌবাহিনীর একটি দল। এ সময় পরিত্যক্ত  একটি বাড়ি থেকে মাটির নিচে পুঁতে রাখা ১টি বন্দুক, ৩টি থ্রিকোয়াটার এলজি, ২টি এলজি গানসহ ১৭টি রকেট প্যারশ্যুট ফ্লেয়ার উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র গুলো বৃহঃবার ১৯ সেপ্টম্বর বেলা ৩টার সময় হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। সরকারের নির্দেশনা মোতাবেক অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার, এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকা সমূহে নিয়মিত টহল ও অভিযান চলমান থাকবে।