বিশেষ প্রতিনিধিঃ  হাতিয়া অঞ্চলের দীর্ঘদিনের নৌ-যাতায়াত সমস্যার সমাধান খুব শীঘ্রই আসতে চলেছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি চট্টগ্রাম এর ডিজিএম গোপাল চন্দ্র মজুমদার।

সোমবার (২০ জানুয়ারি) চট্টগ্রাম সদরঘাটস্থ বিআইডব্লিউটিসি অফিসে হাতিয়া ছাত্র-যুব পরিষদ, চট্টগ্রাম এর একটি প্রতিনিধি দল তার সাথে দেখা করলে তিনি এ কথা জানান।

হাতিয়া-চট্টগ্রাম নৌ-রুটে শিপের সাপ্তাহিক সংখ্যা বৃদ্ধি, যাত্রী নিরাপত্তা এবং পরিষেবার মানোন্নয়ন নিয়ে এক ঘণ্টাব্যাপী ফলপ্রসূ আলোচনা হয়। প্রতিনিধি দলের সদস্যরা যাত্রীদের দুর্ভোগ ও সাপ্তাহিক শিপ পরিষেবা ৪ দিন করার দাবি জানান।

বিআইডব্লিউটিসি চট্টগ্রাম এর ডিজিএম গোপাল চন্দ্র মজুমদার জানান, হাতিয়ার মানুষের জন্য সুখবর আসছে। আগামী মাসের শেষ নাগাদ হাতিয়া তমরদ্দি টু ঢাকা সদরঘাট রুটে বিআইডব্লিউটিসি পরিচালিত একটি নতুন জাহাজ যুক্ত হবে। পাশাপাশি, হাতিয়া-চেয়ারম্যান ঘাট নৌ-রুটে ফেরি পরিষেবা চালুর প্রস্তুতি প্রায় সম্পন্ন। এটি চট্টগ্রাম বিআইডব্লিউটিসি অফিসের অধীনে পরিচালিত হবে।
বিআইডব্লিউটিসি কর্মকর্তার এ ঘোষণায় হাতিয়ার সাধারণ মানুষের মধ্যে আশার আলো জ্বলে উঠেছে। নতুন জাহাজ এবং ফেরি চালু হলে হাতিয়ার নৌ-যাত্রা হবে আরও সহজ, নিরাপদ ও দ্রুত। হাতিয়ার জনগণের যাতায়াত সমস্যা সমাধান এবং আরামদায়ক ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে বিআইডব্লিউটিসি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিপ পরিষেবা বাড়ানোর বিষয়টি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টসকলকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় হাতিয়া ছাত্র-যুব পরিষদ, চট্টগ্রামের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সভাপতি আব্দুর রহিম, অর্থ সম্পাদক ওসমান আতিক, সহ সাধারণ সম্পাদক আরেফিন, সহ অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন ও সহ অর্থ সম্পাদক বাবলু উদ্দিন প্রমুখ।