সামুদ্রিক দূষণ প্রতিরোধে ও জীববৈচিত্র রক্ষায় হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে ব্লু গার্ড (সুনীল প্রহরী) দের কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকালে নিঝুমদ্বীপ সমুদ্র সৈকতে বর্জ্য অপসারণ বক্স উদ্বোধনের মাধ্যমে ব্লু গার্ডদের প্লাস্টিক জাতীয় এবং অন্যান্য বর্জ্য সংগ্রহ ও তার পরবর্তী ব্যবস্থাপনা কর্মসূচি উদ্ভোধন করা হয়। ব্লু গার্ডরা সমুদ্র সৈকত পরিছন্ন রাখার পাশাপাশি দ্বীপে আগত ভ্রমণ পিপাসুদের সৈকত পরিচ্ছন্ন রাখার জন্য উৎসাহ প্রদান করবেন ও পাশাপাশি জনসচেতনতাও তৈরি করবেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ফিস অর্গানাইজেশনের রিসার্স এসোসিয়েট অংকুর ইমতিয়াজ,গভেষনা সহকারি মোনায়েম হোসাইন,সুশীলনের কমিউনিটি মোবিলাইজার অলি উদ্দিন প্রমুখ।
ইউএসএআইডির অর্থায়নে ইকোফিশ-২ প্রকল্পের আওতায় ব্লু গার্ড বিভিন্ন সময় মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে উল্লেখ যোগ্য ভূমিকা রাখবে।