
বিএন নিউজঃ হাতিয়া উপজেলা ও পৌরসভা কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল ও পৌরসভা যুবদলের পদ প্রত্যাশী বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতারা। বিক্ষোভ মিছিলটি প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমের বাসভবন থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমের বাসভবনের সামনে ইফতার ও আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।
শনিবার বিকেলে উপজেলা ও পৌর যুবদলের পদ বঞ্চিত নেতা কর্মীরা এ বিক্ষোভ সমাবেশ করে। এসময় তারা জানান, জেলা যুবদল কর্তৃক একটি কার্যকর আহবায়ক কমিটি ও বিদ্যমান থাকা অবস্থায় নতুন আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। এ জন্য বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমকে অভিযুক্ত করেন। ইতিপুর্বে তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছ্ েহাতিয়ায় তাকে আবাঞ্চিত করা হয়েছে। নব গঠিত কমিটির আহবায়ক বর্তমানে গার্মেন্সে কর্মরত আছেন। যুবদলের ত্যাগী নির্যাতিত ও কারাবন্দি কোন নেতা কর্মীরা এই কমিটিতে তাদের মুল্যায়ন হয়নি। বর্জুয়া,বাণিজ্যিক ও পকেট কমিটির মাধ্যমে প্রকৃত নেতাকর্মীদেরকে বঞ্চিত করা হয়েছে।
উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন,হাতিয়া উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক আমিরুল ইসলাম আমির, যুগ্ম-আহবায়ক মোঃ শাহীন উদ্দিন, সাবেক যুগ্ম-আহবায়ক এ্যাডভোকেট নুর হোসেন সুমন, যুগ্ম-আহবায়ক আব্দুর রব রাশেদ,নজরুল ইসলাম শামীম, এডভোকেট সাদ্দাম হোসেন,সাহেদ রানা, মাহমুদুল হাচান, মোঃ কামরুজ্জামান, প্রফেঃ মহিবুল্ল্যাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মোটা অংকের অর্থের বিনিময়ে এ কমিটি দেওয়া হয়েছে । তারা পুনরায় মাহবুবের রহমান শামীমকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান ও নিষেধাজ্ঞা প্রদান করেন। অবিলম্বে কমিটি বাতিল করা না হলে কঠিন আন্দোলন ও কর্মসুচীর ঘোষনা দেন। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে ইফতার মাহফিলের আয়োজন করেন।
Leave a Reply