
বিএন নিউজঃ জামায়াতে ইসলামী হাতিয়া উপজেলার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এ সময় জামায়াতের হাতিয়া আসনের প্রার্থীর পরিচিতি পর্ব ও অনুষ্ঠিত হয়।
শনিবার উপজেলার দারুল আইতাম ওছখালী এতিমখানাস্থ জামায়াতের কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আবু তাহের।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী-৬(হাতিয়া) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শাহ্ মাহফুজুল হক, জামায়াতের হাতিয়া উপজেলা আমির মাস্টার বোরহানুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর মাওলানা এ ইউ এম মোঃ ইদ্রিস, জামায়াতের হাতিয়া উপজেলা সেক্রেটারী মাওলানা নুর উদ্দিন মেশকাত প্রমুখ।
হাতিয়া পৌরসভা জামায়াতের আমির মাওলানা তাওফীকুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলের আলোচনায় প্রধান অতিথি বলেন, সংস্কারের মধ্য দিয়ে আমরা নির্বাচন চাই এবং যাহা হতে হবে সংখ্যানুপাতিক(পিআর) পদ্ধতিতে। দেশের মানুষের প্রত্যাশা পূরণই আমাদের মূল লক্ষ্য। তিনি আরো বলেন, আমরা সাংবাদিকদের পাশে থাকতে চাই। তাদের নৈতিক পেশাদারিত্ব কামনা করি। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে নোয়াখালী-৬(হাতিয়া) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শাহ্ মাহফুজুল হক বলেন, হাতিয়ার রাজনীতি অসুস্থ প্রতিযোগিতা থেকে সুস্থ প্রতিযোগিতার দিকে ধাবিত হলে আমরা উন্নয়নের দিকে ধাবিত হতে পারবো। যদি সকলের দোয়ায় জামায়াতে ইসলামী ক্ষমতায় যায়, তবে সাংবাদিকরা শান্তিপূর্ণভাবে কাজ করতে পারবেন। হাতিয়ায় শান্তি প্রতিষ্ঠা পাবে, যোগাযোগ সহ সকল ক্ষেত্রে উন্নয়ন বৃদ্ধি পাবে।
এ সময় হাতিয়া প্রেসক্লাবের সভাপতি মো:ফিরোজ উদ্দিন, সহ-সভাপতি আমির হামজা, সদস্য শামীমুজ্জামান শামীম,ছায়েদ আহামেদ, ছাইফুল ইসলাম জিহাদ,আকতার হোসেনউত্তম সাহা ও আনন্দ টিভি জেলা প্রতিনিধি মোঃ মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply