
উত্তম সাহাঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পুলিশ ও কোস্টর্গাড সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে ২ জন দুষ্কৃতিকারিকে আটক করেছে ।
জানা গেছে, ১৬ র্মাচ রবিবার মধ্যরাতে পুলিশ ও কোস্টর্গাড সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের জোড়খালী ৭নং ওয়াড়ের আব্দুলহকের ছেলে মোঃ রিয়াজ উদ্দিন (২৫)ও নলচিরা ইউনিয়নের তোফাজ্জল হোসেনের ছেলে মামুন উদ্দিন (৩৫)কে আটক করে। তারা র্দীঘদিন এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজি কাজের সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে হাতিয়া থানায় একাধিক মামলা রয়েছে।
এ ব্যাপারে কোস্টর্গাড মিড়িয়া কমকর্তালেঃকমান্ডার সিয়াম-উল হক জানান, কোস্টর্গাড জনগনের জানমাল মাল রক্ষায় সব সময় তাদের অভিযান অব্যহত রাখবে।
আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply