জাতীয় | তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২১ | নিউজ টি পড়া হয়েছেঃ 16601 বার
বিএনডেক্সঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
চিকিৎসা শেষে ১২ দিন পর রোববার সকালে তিনি হাসপাতাল ছাড়েন। এ তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমদ।
সকাল ১০টার দিকে ওবায়দুল কাদেরকে ছাড়পত্র দেয় বিএসএমএমইউ কর্তৃপক্ষ।
অসুস্থ হওয়ার পর ওবায়দুল কাদেরকে গত ১৪ ডিসেম্বর সকালে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি হাসপাতালের ৩১২ নম্বর ভিআইপি কেবিনে চিকিৎসাধীন ছিলেন।
বিএসএমএমইউর উপাচার্য জানিয়েছেন, ওবায়দুল কাদের সুস্থ হয়ে উঠেছেন। তার রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। শারীরিক কোনো সমস্যা নেই।
Leave a Reply