বিএন নিউজ: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর আয়োজনে দুই দিন ব্যাপী কমিউনিটি বেইজড ট্যুরিজম প্রশিক্ষনের উদ্ভোধন করা হয়েছে।
রবিবার (৬ ফেব্রুয়ারি) সকালে হাতিয়া উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় পরিষদ হলরুমে ১ম দিনের প্রশিক্ষন শুরু হয়। এতে হাতিয়ার বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন পেশার প্রায় ৩০জন অংশ নেয়।
জুম আ্যপসের মাধ্যমে প্রশিক্ষনের উদ্বোধন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (অতিরিক্ত সচিব) আবু তাহের মুহাম্মদ জাবের। উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক (উপ সচিব) মোঃ সাইফুল হাসান,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট কেফায়েত উল্লাহ।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক (উপ-সচিব) মোঃ সাইফুল হাসান বলেন, কমিউনিটি বেইজড ট্যুরিজম এর মাধ্যমে স্থানীয় জনসাধারণকে একত্রিত করে সচেতন করার মাধ্যমে ট্যুরিজমের উন্নয়ন করা। এতে করে এলাকার মানুষ আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিকভাবে লাভবান হবে। সে লক্ষ্যে আমরা বিভিন্ন উপজেলায় দীর্ঘদিন ধরে এ সকল প্রশিক্ষন এর ব্যবস্থা করে আসছি।