উত্তম সাহাঃ হাতিয়া থানা পুলিশের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষ্যে গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর এবং থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন করা হয়েছে। ১০ এপ্রিল সকাল ১১ টায় ভার্চূয়ালি যুক্ত হয়ে বাংলাদেশ পুলিশের মানবিক এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনূষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইজিপি বেনজির আহমেদ প্রমূখ। উদ্বোধনী কার্যক্রমে থানা হলরুম থেকে ভার্চুয়ালি যুক্ত হয় হাতিয়া থানা পুলিশ। এসময় উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার মোঃ আমান উল্ল্যাহ , হাতিয়া থানার ওসি আমির হোসেন, ওসি (তদন্ত) কাঞ্চন কান্তি দাস, হাতিয়া প্রেসক্লাবের সভাপতি কৃষ্ণচন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ উদ্দিন,দৈনিক মানব কন্ঠ প্রতিনিধি জিএম ইব্রাহীম,দৈনিক সমকাল প্রতিনিধি এম সাখাওয়াত হোসেন,দৈনিক বাংলাদেশ সমাচার মোঃ হানিফ উদ্দিন সাকিব সহ পুলিশ কর্মকর্তা ও সুবিধাভোগী এবং সূধীজন।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আব্দুল হক
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ ফিরোজ উদ্দিন
নির্বাহী সম্পাদক: জি. এম. কনক
সম্পাদক কর্তৃক আইনান প্রিন্টিং এন্ড প্যাকেজিং, ২৬৩ ফকিরেরপুল, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও নোয়াখালী থেকে প্রকাশিত।
Leave a Reply