বিএন প্রতিনিধিঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ২৮ জুন মঙ্গলবার সকালে নোয়াখালী,ফেনী,লক্ষ্মীপুর,চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় (২৮-৩০ জুন)২০২২ইং ৩দিন ব্যাপী কৃষি মেলার উদ্ভোধন করা হয়েছে।
এ উপলক্ষে একটি রেলি উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেনের সভাপতিত্বে ফিতা কাটার মাধ্যমে মেলার উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কেপায়েত উল্লাহ ,হাতিয়া পৌরসভার মেয়র কেএম ওবায়দুল্লাহ উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাছেত সবুজ,উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ জসীম উদ্দিন প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আব্দুল হক
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ ফিরোজ উদ্দিন
নির্বাহী সম্পাদক: জি. এম. কনক
সম্পাদক কর্তৃক আইনান প্রিন্টিং এন্ড প্যাকেজিং, ২৬৩ ফকিরেরপুল, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও নোয়াখালী থেকে প্রকাশিত।
Leave a Reply