বিএন প্রতিনিধিঃ  মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় প্রথম ধাপে নির্মিত হওয়ায় ৮জন মুক্তিযোদ্ধার ঘরের চাবি মঙ্গলবার সকালে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়। হাতিয়া উপজেলা প্রশাসনের তত্বাবধানে জাহাজমারা ইউনিয়নের বিরবিরি গ্রামে উক্ত বীর নিবাস (মুক্তিযোদ্ধাদের ঘর) এর চাবি হস্তান্তর অনুষ্ঠানের উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ কেয়ায়েত উল্যাহ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদ বিন আখন্দ, মুক্তিযোদ্ধা এ.কে.এম মানছুরুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু বকর ছিদ্দিক, হাতিয়া প্রেসক্লাবের সভাপতি কৃষ্ণ চন্দ্র মজুমদার প্রমুখ। হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম হোসেন বলেন, প্রথম পর্যায়ে হাতিয়া উপজেলায় ২৮টি বীর নিবাস (মুক্তিযোদ্ধাদের আবাসন ঘর) নির্মাণ করা হবে। এখন ৮টি বীর নিবাস (মুক্তিযোদ্ধাদের আবাসন ঘর) নির্মান করা হয়েছে। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় হয়েছে ১৪ লক্ষ ১০ হাজার টাকা। পরবর্তী ধাপে আরো ২০টি ঘর নির্মাণ করা হবে।
আবাসন ঘর পেয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম সাত্তার তাঁর প্রতিক্রিয়ায় জানান, মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য এমন চমৎকার ঘর দিয়ে আমাদের মুখে হাসি ফুটিয়েছেন। থাই গøাস, টাইলস, ৪টি বড় কক্ষ, বারান্দা ও ২টি টয়লেটের এই আবাসন ঘর পেয়ে আমার পরিবারের সবাই খুশি। এজন্য আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।