বি এন ডেক্স।। হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের আমতলী ঘাট থেকে এফ পি হাজী সিরাজ নামীয় একটি মাছের ট্রলার সাগরে মাছ ধরতে যায় বৈরী আবহাওয়ার কারণে শুক্রবার ভোরে আসার সময় নিঝুমদ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে ডুবে যায়। এতে ট্রলারের চেরাং রহমান আলী সহ ১৩ জেলেকে এমবি ইয়ামিন ট্রলারে জীবিত উদ্ধার করেছে এবং নিহত দুইজনের লাশ লুৎফুল্লাহিল মজিব নিশানের ট্রলারে উদ্ধার করেছে।এখনো এক জেলে নিখোঁজ রয়েছে। হাতিয়া থানার ওসি মোঃ আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত উদ্ধার হওয়া দুই জেলের লাশ মোঃশরিফ উদ্দিন (২২) ও মাইনুদ্দিন (৪৮) এর শুক্রবার বিকেলে দাফন সম্পন্ন করা হয়েছে। নিখোঁজ জেলে বেলাল উদ্দিন( ৩৫) এর লাশের খোঁজে কোস্টগার্ড দক্ষিন জোন স্টেশন কমান্ডারের নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা নদী অভিযান চলাচ্ছে। এদের সকলের বাড়ী হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের আমতলী এলাকায়।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আব্দুল হক
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ ফিরোজ উদ্দিন
নির্বাহী সম্পাদক: জি. এম. কনক
সম্পাদক কর্তৃক আইনান প্রিন্টিং এন্ড প্যাকেজিং, ২৬৩ ফকিরেরপুল, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও নোয়াখালী থেকে প্রকাশিত।
Leave a Reply