বিএনডেক্সঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার হরণী ইউনিয়নে অবস্থিত মোহাম্মদ আলী কলেজে চরাঞ্চলে উচ্চ শিক্ষার প্রয়োজনীয়তা ও গুনগত মানোন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ই আগস্ট)সকাল ৯ ঘটিকা হতে কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবং চারাঞ্চলে এরকম একটা নতুন কলেজ প্রতিষ্ঠা করায় কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী কে শুভেচ্ছা জানান।
মোহাম্মদ আলী কলেজের অধ্যক্ষ মোঃ আজমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা প্রফেসর মোঃ আবদুস সালাম, প্রধাান আলোচক হিসেবে ছিলেন উপ- পরিচালক ( হিওনি) মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা মোহাম্মদ ছানাউল্যাহ ,বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ভাইস চেয়ারম্যান হাতিয়া উপজেলা পরিষদ মোঃ কেফায়েত উল্যাহ, বীর মুক্তিযোদ্ধা কলেজের উপদেষ্টা অধ্যক্ষ মোঃ এনামুল হক, হাতিয়া দ্বীপ সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ তোফায়েল হোসেন, সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মোনায়েম খান, সেকশন অফিসার মোঃ আবদুল খালেক, মোঃ আখতার হোসেন, চেয়ারম্যান ১নং হরনী ইউনিয়ন পরিষদ,মোঃ আজহার উদ্দিন, চেয়ারম্যান ২ নং চানন্দী ইউনিয়ন পরিষদ।বক্তব্য রাখেন, কলেজের নির্বাহী কমিটির সদস্য মোঃ ফজলে এলাহী শাহীন,মোঃ তোহিদুল ইসলাম তসলিম এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রী,রাজনীতিবিদ, সমাজসেবক, সহ অনুষ্ঠানে প্রায় ২ সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন।
এতে বিভিন্ন বক্তারা তাদের বক্তৃতায় বলেন, চরাঞ্চলে উচ্চ শিক্ষার প্রয়োজনীয়তা ও গুনগত মনোনয়ন শীষক আলোচনায় ১নং হরনী ২নং চানন্দী বিচ্ছিন্ন দুটি ইউনিয়নে মোহাম্মদ আলী কলেজ প্রতিষ্ঠা করায় ।শিক্ষার মান যেমনি বাড়বে এখানে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হবে।
কুমিল্লা মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুস সালাম তার বক্তৃতায় বলেন,এই কলেজটা মূল সদর থেকে বিচ্ছিন্ন হওয়ায় এখানকার পরীক্ষার্থীরা যেন এখানে পরীক্ষা দিতে পারে সে ব্যাপারে পরীক্ষা কেন্দ্রের আশ্বাস দেন। এবং কলেজের পাঠাগার জন্য অনুদান ও খেলাধুলার সকল উপকরণ দেয়ারও আশ্বাস দেন।
শেষে চেয়ারম্যান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা প্রফেসর আব্দুস সালাম মোহাম্মদ আলী কলেজের পাঠাগার শুভ উদ্বোধন করেনএবং মোনাজাতের মধ্য দিয়ে শেষ করেন।
Leave a Reply