মোঃ হানিফ উদ্দিন সাকিবঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ৩৯ বোতল বিদেশি মদ সহ ১ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন হাতিয়া।
মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে হাতিয়া উপজেলার নলচিরা স্পিডবোট ঘাটে এ অভিযান পরিচালনা হয়।
বিসিজি স্টেশান হাতিয়া সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৮.২৫ মিঃ থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার নলচিরা ঘাটে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন তারা।
এতে ৩৯ বোতল বিদেশী মদ (Officer’s choice prestige whisky, 180 ml, ব্র্যান্ড made in india) সহ রাসেল (২৮) নামের এক যুবককে আটক করা হয় বলে জানান বিসিজি স্টেশন কমান্ডার হাতিয়া।
এদিকে জব্দকৃত মদ সহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান সূত্রটি।
Leave a Reply