বিনোদন প্রতিবেদনঃ জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা প্রথমবার একটি ছবি পরিচালনা করছেন। মুক্তিযুদ্ধের গল্প নিয়ে তৈরি ‘ফিরে দেখা’ নামের সেই ছবিটির শুটিং শেষে এখন কারিগরি অংশের কাজ চলছে। এসব কাজ শেষ করেই তিনি ছবিটি সেন্সরে জমা দেবেন। এরপর মুক্তির প্রক্রিয়ায় অগ্রসর হবেন।

সম্প্রতি  এই অভিনেত্রী জানিয়েছেন, ছবিটি স্বাধীনতার মাস মার্চে মুক্তি পাচ্ছে। সেই সময় ধরেই এটির কাজ এগিয়ে নিচ্ছেন রোজিনা। এ প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু এটি আমার পরিচালিত সিনেমা তাই এটির কোনো ত্রুটি রাখতে চাই না। আমার ছবিতে সবাই আন্তরিকতা নিয়ে কাজ করেছেন। বিশেষ করে ইলিয়াস কাঞ্চন অনেক দিন পর আমার ছবির মাধ্যমেই অভিনয়ে ফিরেছেন। তিনিও আগ্রহ নিয়েই ছবিটিতে অভিনয় করেছেন।

এছাড়া নিরব, স্পর্শিয়াসহ অন্যরাও আন্তরিকতা দিয়ে কাজ করেছেন। আমি নিজেও একটি চরিত্রে অভিনয় করেছি। আশা করছি ছবিটি মুক্তিযুদ্ধের গল্পের হলেও সবার ভালো লাগবে। ছবির গল্প ফুটিয়ে তোলার জন্য যা যা দরকার ঠিক তাই করেছি। এদিকে এটি মুক্তির আগেই আরেকটি ছবি নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছেন রোজিনা।